MAC
Bonding কিঃ MAC Bonding দিয়ে কোন কোন পিসি
আপনার লোকাল নেটওয়ার্ক এ Access
পাবে সেটার Permission দেওয়া যায়। অর্থাৎ
আপনি যতক্ষণ একটা পিসির MAC
Bonding না করবেন ততক্ষণ পর্যন্ত ঐ পিসি আপনার লোকাল
নেটওয়ার্ক এ Access পাবে না।
MAC
Bonding কিভাবে করবেনঃ প্রথমে আপনি আপনার Winbox ওপেন করে Mikrotik এর সাথে
কানেক্ট করুন। এবার ক্লিক করুন IP→ARP.
এখানে আপনি আপনার নেটওয়ার্ক Dynamically এ কানেক্ট হওয়া সব পিসি গুলার IP Address, MAC Address, এবং Interface দেখতে পাবেন।
এখানে যে Interface টা দেখবেন সেই Interface এ আপনারলোকাল IP এর Gateway কনফিগার করেছেন। এবার সব কয়টা IP সিলেক্ট করে মাউস এর Right Button ক্লিক করুন।
এখান থেকে সিলেক্ট করুন Make Static. এই কাজ টা
করার কারন হল এর আগে IP গুলো
Dynamically পাচ্ছিল। Make Static করার পর Mac Address গুলোর against এ একটি নির্দিষ্ট
IP Address Assign হয়ে গেল।
এখন আসল কাজ। Winboxএর Interface অপশন এ ক্লিক করুন। Interface থেকে লোকাল Interface টা সিলেক্ট করুন। এবং
ডাবল ক্লিক করে ওপেন করুন। General Tab এর under এ ARP এর Dropdown মেনু তে ক্লিক করুন। এবং
সিলেক্ট করুন Reply Only. এবার OK করুন।
প্রথম কাজ শেষ। এখন থেকে কোন পিসি আপনার
নেটওয়ার্ক এ কানেক্ট হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনি ঐ পিসিকে Permission না দিবেন অথবা MAC Bonding না করবেন।
কিভাবে করবেন MAC Bonding: MAC
Bonding করার জন্য আপনাকে ঐ পিসির MAC Address জানতে হবে। Mikrotikথেকে MAC Address জানা খুবই সহজ। প্রথমে
আপনি ঐ পিসিতে লোকাল IP, Subnet, Gateway সেট করুন। DNS Server address ও সেট করুন। এবার
Winboxথেকে নিউ
টার্মিনাল ওপেন করুন। এখানে টাইপ করুন
ping (IP Address) interface=ether2 (এখানে IP address হল আপনার ঐ লোকাল পিসি
এর IP address এবং Interface হল আপনার লোকাল IP series Mikrotikএর যে পোর্ট এ
কানেক্ট থাকবে সেটা। অর্থাৎ Ether2, না হয়ে Ether3 ও হতে পারে। Depend করে কোন Ether এ আপনি লোকাল IP Series কনফিগার করছেন।)
এবার এন্টার দিন। দেখতে পাবেন আপনার ঐ IP পিং করছে MAC Address সহ। MAC Address টি সিলেক্ট করে Copy করুন। এবার ক্লিক করুন IP→ARP.
এখানে + চিহ্নে ক্লিক করে IP Address, MAC Address, এবং Interface সিলেক্ট করুন।
Interface
হল আপনার লোকাল IP Series এর interface. তারপর OK করুন।
হয়ে গেল MAC Bonding.
Post a Comment