GuidePedia

0
ছোট হয়ে যাচ্ছে পৃথিবী। প্রযুক্তির উৎকর্ষে পৃথিবী ছোট হতে হতে হাতের মুঠোয় এসে গেছে। প্রথম কম্পিউটার রাখার জন্য একটা রুম লাগত আর এখন পকেটে রাখা যায়। Mikrotik ও ছোট হইতে হইতে ওয়ালেট এর সমান হয়ে গেছে। এখন আর মানুষ Mikrotik ইন্সটল না করে Mikrotik Router Board কিনে। তিন থেকে পাঁচ টা ইথারপোর্ট সহ Mikrotik Router Board পাওয়া যায়। বাংলাদেশে যেসকল Router Board পাওয়া যায় তার মধ্যে কয়েকটির তালিকা ও দাম দেওয়া হল।
Product
Origin
Qty
Unit Price
Total Price in
BDT
Mikrotik RB 1100Ahx2
Latvia

1 pcs
45,000.00
45,000.00
Mikrotik CCR1016-12G
1 pcs
68,000.00
68,000.00
Mikrotik CCR1036-12G-4s
1pcs
1,10,000.00
1,00,000.00


যদি আপনি একটি Router Board কিনেন তখন সেটা জিরো কনফিগারেশান  এ থাকে। এই অবস্থায় একটি ইথারনেট কেবল দিয়ে আপনার পিসির সাথে mikrotik Router Board টি সংযুক্ত করুন। এবার Winbox ওপেন করে Connect to (…) তে ক্লিক করুন। নিচের মত একটি window দেখতে পাবেন।




Mac Address Select করে Connect এ ক্লিক করুন। Winbox ওপেন হয়ে আপনাকে Mikrotik এর Visual Interface দেখতে পাবেন। এখানে আপনি RouterOS Default Configuration নামের একটি Window দেখতে পাবেন। এখানে Remove Configuration নামক Tab এ ক্লিক করতে হবে। আপনার  Router Board টিকে জিরো কনফিগারেশন করার জন্য New Terminal এ ক্লিক করুন। (প্রতিটি Mikrotik Router Board এ ডিফল্ট IP থাকে 192.168.88.1/24 এবং এর Interface থাকে ether1)[admin@MikroTik] > এইরকম একটি প্রম্পট আসবে, এখানে system reset-configuration টাইপ করুন, Dangerous! Reset anyway? [y/N]: এইরকম প্রম্পট আসার পর “Y” চাপুনআপনার Mikrotik রিবুট হয়ে আপনাকে জিরো কনফিগার অবস্থায় এনে দিবে (যারা Mikrotik Router Board দিয়ে কাজ করবেন তাদের জন্য) এখানে এসে অন্য একটা বিষয় মনে করতে হবে, সেটা হল প্রথম পর্বে আমরা Mikrotik Install করে Winbox ওপেন করে এই Interface টাই দেখেছিলাম। অর্থাৎ এখান থেকে পিসি তে বা Router Box user সবাই একই কাজ করবে।
IPAddress, আবার একটা কথা বলতে হচ্ছে, সেটা হল যারা পিসি তে ইন্সটল করছেন তারা একটা Address দেখতে পাবেন। কারন আপনি Command দিয়ে একটা Address add করছেন। (Ip address=192.168.6.1 interface=ether1)
আর যদি না থাকে তো সমস্যা নাই এখন আমরা অ্যাড করব।
IPAddress  থেকে(+) Sign এ ক্লিক করুন। নিচের মত করে window দেখতে পাবেন।


Configure করুন -
Address: 192.168.6.1/24
Network: (Active করতে হবে) 192.168.6.0
Broadcast: (Active করতে হবে) 192.168.6.255
Interface: Ether 2
(এখানে একটা কথা বলতে হয়, পিসি তে আর Router Board a যেভাবেই হোক মনে রাখতে হবে আমি দুইটা IP add করব বা করতে হবে। একটা Real IP (ISP Provide করবে), আর একটা লোকাল IP Series. যেটা দিয়ে আমার Local পিসি গুলা কানেক্ট হবে। তাই আমি যদি Ether 1 Real IP সেট করি তো Ether 2 তে Local.)

Real IP এর জন্য
Address: 202.4.110.240/24 (Local IP Series)
Network: (Active করতে হবে) 202.4.110.0
Broadcast: (Active করতে হবে) 202.4.110.255
Interface: Ether 1

আবার ক্লিক করি IPDNS এ , নিচের মত একটি window দেখতে পাবেন।
 
নতুন উইন্ডো তে Settings এ ক্লিক করুন।
Primary DNS: (Active করতে হবে)202.4.96.2 (ISP Provide করবে)
Secondary DNS: (Active করতে হবে)202.4.96.7 (ISP Provide করবে)
Allow Remote Request: Active করে দিবেন।

আবার IPRoutes
(+) Sign এ ক্লিক করুন, নিচের মত window আসবে।

এখানে add করুন
New Routes.
Gateway: 202.4.110.240 (ISP Provide করবে)
Distance: 0
এবার OK করুন।
আবার IP→ Firewall→NAT গিয়ে + Sign এ ক্লিক করুন। নিচের মত একটি Window দেখতে পাবেন:

এখান থেকে General এর under কনফিগার করুন-
Chain: srcnat
Src.Address : 10.0.1.0/24 (আপনার লোকাল IP  সিরিজ)
Out. Interface : ether1

Action এর under কনফিগার করুন-
Action : masquerade    

(উক্ত Tutorial এর Video পেতে এখানে ক্লিক করুন )
আজকের পর্ব এখানে শেষ। আবার আসব পরের পর্ব নিয়ে।




Post a Comment

 
Top