GuidePedia

0
Mikrotik  কি :  MikroTik হল বর্তমানে বহুল ব্যবহৃত Router Operating System  . প্রায় সব ISP  কোম্পানি MikroTik  ইউস করে।

কেন MikroTik  : কেন MikroTik  ব্যবহার করা হয় তার কারন বলে শেষ করা যাবে না। অন্তত আমি পারব না। তারপরও অল্প কিছু কারন বলার চেষ্টা করব। এটাকে Proxy Server, DHCP Server, PPPoE Server  ইত্যাদি হিসাবে ব্যবহার করা যায়। Bandwidth Shapping, Port Forwarding, VPN Tunnel (IP-IP , EoIP), Mangle, Load Balance, PPTP, Content Filtering সহ আরও অনেক ফিচার আছে যা আপনাকে একজন দক্ষ নেটওয়ার্ক Administrator হিসাবে গড়ে তুলতে পারবে। এইসব সুবিধা থাকার কারনে বর্তমানে Miikrotik জনপ্রিয় । 


Router Operating System. Installation: Mikrotik Router OS Install  করার জন্য প্রথমে দরকার Miikrotik এর ISO  ফাইল। ISO  ফাইল এর size 12MB  থেকে 30 MB. Version to Version  সাইজ কম বেশি হবে। আমি ২.৯.৬ version  ইন্সটল করব (OS  Link  )     কারন এই Version টি Stable. MikroTik Router OS Download করার জন্য এখানে ক্লিক করুন। যদি Virtual Box Image  ইন্সটল করতে চান তো Download করুন এখান থেকে।
আমি Installation প্রক্রিয়া VirtualBox এ দেখাব। কিন্তু ইউয করার জন্য PC তে Install করতে হবে।



PC Requirments: (Minimum)


·         Pentium 4 প্রসেসর এর পিসি
·         IDE হার্ডডিস্ক (20 GB)
·         IDE সিডিরম
·         LAN Card দুইটা
·         ISO বার্ন করার জন্য ব্লাঙ্ক সিডি

এখানে একটা কথা মনে রাখতে হবে যে LAN Card সিলেক্ট করার সময় এমন Card সিলেক্ট করতে হবে যেটা Automatic ড্রাইভার পায়। যেমন Realtek.
পিসি তে ইন্সটল করার জন্য ISO বার্ন করুন। তারপর পিসি স্টার্ট দিয়ে সিডি থেকে Boot করুন।
Virtual Box এ ইন্সটল করার জন্য সিলেক্ট করুন NEW.
এবার নাম দিনঃ Miikrotik
OS Type: Linux
Version: Others Linux


ক্লিক করুন Next. আবার Next. Select করুন Create a Virtual HDD. তারপর Create. এরপর Next Next দিয়ে শেষ করুন।
এবার Mikrotik সিলেক্ট করে ক্লিক করুন Settings এ।
এবার Select করুন Network. তারপর Adapter 1 ট্যাব এ ক্লিক করুন। নিচের মত করে setup করুন।





Attached to: Host Only Adaptor/ Bridge Connection
Name: Default
Advanced সিলেক্ট করুন।
Adaptor Type: Default
Promiscuous Mode: Allow All
সিলেক্ট Cable Connected.
MAC address ta লিখে রাখুন।
এবার Adapter ট্যাব এ ক্লিক করুন। Check বক্স এ টিক দিয়ে Enable করুন। Setup করুন Adapter 1 এর মত করে। OK করে Settings থেকে বের হয়ে আসুন।
এবার Mikrotik স্টার্ট করুন। নতুন Window এর ফোল্ডার Icon এ ক্লিক করুন। 




এবার Mikrotik এর ISO টি সিলেক্ট করুন। OK করে স্টার্ট করুন Mikrotik Router OS.
এখানে সব কয়টা অপশন সিলেক্ট করুন Spacebar আর Arrow key চেপে। যদি কোন Option সিলেক্ট না করেন তো ঐ Option টি পরে কাজ করবে না। সব কয়টা Option সিলেক্ট করে I চাপুন।
All Data Erased-Y
Do Want to keep old configuration-N
কিছুক্ষন অপেক্ষা করলেই Installation প্রক্রিয়া শেষ হবে এবং Reboot চাইবে। Reboot করার আগে ঐ Window এর নিচে ডান পাশে সিডি এর Icon এর উপর Right Button ক্লিক করে Remove disk From Virtual Drive সিলেক্ট করুন। তারপর এন্টার চেপে Reboot করুন । Reboot হওয়ার পর System Run করার জন্য কিছু সময় দিন।

Mikrotik login: এখানে লিখুন Admin এবং এন্টার চাপুন
Password: এখানে কিছু না লিখে এন্টার দিন
এবার নিচের Command গুলা টাইপ করুন
Ip লিখে এন্টার দিন।
address লিখে এন্টার দিন।
add address=192.168.6.1/24 interface=ether1 (আপনার I.S.P বা Internet Service Provider কর্তৃক প্রদানকৃত IP or IP Real or Public IP বসান)
add address= 10.0.1.1/24 interface=ether2 (আপনি আপনার লোকাল কম্পউটার গুলোর জন্য যে IP series use করতে চান সেটি বসানউদাহরন স্বরুপ আমি এখানে 10.0.1.0/24  এই IP series use করেছি)
এবার Winbox ওপেন করে (Download করুন এখান থেকে) Connect to এই জায়গায় লোকাল IP এর Gateway টাইপ করুন 192.168.158.1 অথবা পাশের ... আইকন এ ক্লিক করুন।





 এবার Drop Down window তে IP address সহ অথবা ছাড়া Mac address show করবে। IP অথবা Mac সিলেক্ট করে Connect এ ক্লিক করুন।
আপনি এখন Mikrotik Router OS এর সাথে কানেক্ট হলেন।


(Basic Configurati  এর Video পেতে এখানে ক্লিক করুন


পরবর্তী পোস্ট এ আবার দেখা হবে।


Next
Newer Post
Previous
This is the last post.

Post a Comment

 
Top